Download

শুক্রবার, ২ মে, ২০১৪

ক্রিস্টিয়ানো ---একজন পারফেক্ট মানুষ

১.রোনালদোর সাথে মেসুত ওজিলের
অনেক ভালো বন্ধুত্ত।উল্লেখ্য যে,ওজিল
একজন মুসলমান।ওজিল যখন কুরআন
তেলাওয়াত করে তখন রোনালদো তার
কুরআন তেলাওয়াত মনযোগ দিয়ে শোনে।
 
২. ওজিল যখন মাদ্রিদ এর লকার
রুমে যায় তখন সে বিসমিল্লাহ্ বলে।
ওজিল যদি কখনও বিসমিল্লাহ
বলতে ভুলে যায়,রোনালদো তখন
তাকে বিসমিল্লাহ বলার
কথা মনে করিয়ে দেয়।এ সম্পর্কে ওজিল
বলেছে-
“Cristiano is a great friend. If I go into the locker
room and forget to say Bismillah, he often comes to
me and says, Mesut, you forgot to say Bismillah.”
ওজিল আরো বলেছে-
"Cristiano Ronaldo is always waiting for me finish
Prayer in the rest room, I know he'd like to hear me
the Qur'an".


3.রোনালদোর সম্পর্কে একটি মজার তথ্য
হল,সে সুরা ফাতিহা পুরোটা মুখস্ত
করেছে এবং তা বলতে পারে।


রোনালদো বলেছে-
"I've memorized Sura Al-Faatihah, maybe later I'll
have taught it somewhere,I'm very happy."


৪.বিস্ময়কর হলেও
সত্যি যে,রোনালদো খানিকটা  আরবি বলতে পারে।
তাকে অ্যারাবিক
দুটি টিভি বিজ্ঞাপনে অভিনয়
করতে দেখা গেছে।
===>আমরা সকলেই জানি যে খেলার পর
জারসি বিনিময় করা হয়
এবং রোনালদো সবসময় খেলার
শেষে জারসি বিনিময় করতেন।কিন্তু
ইসরায়েল এর সাথে খেলার পর
তিনি তার জারসি ইসরায়েল এর
খেলোয়ারদের সাথে বিনিময়
করেননি।এ থেকেই
আপনারা বুঝতে পারছেন তার ইসলাম ধর্ম
প্রেম।


৫.রোনালদো তার গোল্ডেন বুট প্রায়
. মিলিওন
ইউরোতে বিক্রি করে প্যালেস্টাইনের
গাযার শিশুদের জন্য দান করেছেন।


৬.রোনালদো ইসলামিক বিজ্ঞাপন
করার জন্য তাকে একটি কুরআন শরীফ গিফট
করা হয়।রোনালদো তা সাদরে গ্রহন
করে।এবং গিফটটি পেয়ে সে অনেক
খুশী হয়।


তার মত এমন
ব্যাক্তি খুজে পাওয়া অনেক কঠিন।
তাকে আমি অনেক সম্মান করি,এবং করব।
আপনারা করবেন
কি করবেননা সেটা আপনাদের
ব্যাপার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন