পাকিস্তান আমলে এক মসজিদের প্রাঙ্গনে একবার তাঁর বক্তৃতা দেয়ার কথা।বহুদূর থেকে মানুষ এসেছে জননেতা ভাসানীর কথা শুনতে।চারদিক লোকে লোকারণ্য।এমনসময় পাকিস্তানী সেনারা ঘিরে ফেলল মসজিদ।পাকিস্তান সরকারের নিষেধ,কোনো বক্তব্য দেয়া যাবেনা।
মাওলানা ভাসানী মাইকে বললেন,
"ভাইয়েরা, আমি আজ বক্তৃতা দিতে পারবনা।সরকারের নিষেধ আছে।বক্তৃতা দেয়া নিসেধ , দোয়া করায় তো নিষেধ নাই।আসেন সবাই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি"-বলে মোনাজাত ধরলেন।সবাইকে মোনাজাত ধরতে দেখে খানসেনারাও মোনাজাত ধরল।তো তিনি আল্লাহর দরবারে হাত তুলে তাঁর সেদিনের বক্তৃতায় যা যা বলার কথা ছিল কিছুই বাদ দিলেন না।পশ্চিম পাকিস্তানী সরকারের বিরুদ্ধে যা বলার ছিল সবই বললেন।পাকিস্তানী সেনারাও সেই পশ্চিম পাকিস্তানী শাষকদের বিষোদ্গারপূর্ণ দোয়ায় অংশ নিল!
জয় বাংলা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন