Download

বুধবার, ৯ এপ্রিল, ২০১৪

বাংলাদেশ দলের কোচ হিসেবে দেখা যেতে পারে ওপার বাংলার এবং ইন্ডিয়ান টিম কারিগর ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে।

বাংলাদেশ দলের কোচ হিসেবে দেখা যেতে পারে ওপার বাংলার এবং ইন্ডিয়ান টিম কারিগর ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। সাংবাদিক দের প্রশ্নের উত্তরে গাঙ্গুলি বলেন, যখন আমাকে বলবে তখন আমি ভাববো, এখন ভেবে তো লাব নেই। আর আমি মনে করে কোচ যে হোক না কেন, কোচ ভাল হওয়া দরকার। এমন কোচ আনতে হবে যে বাংলাদেশ প্লেয়ারদের হেল্প করতে পারবে। যা বুজলাম ওনাকে বললে উনি বাংলাদেশ দলের দায়িত্ব নিজের কাদে নিতে প্রুস্তুত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন