
ভারতে ঢুকে আসা বাংলাদেশিরা বিছানা, বালিশ গুছিয়ে তৈরি থাকুন। ১৬ মের পর তাদের এদেশ থেকে তাড়ানো হবে। ...... বিজেপি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ ও আসামে ২ কোটি মানুষ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বলে অভিযোগ করে আসছে। বাংলাদেশিরা ভারতের অন্য প্রদেশের মানুষের রুজি, রোজগারে বাধা হয়ে দাঁড়াচ্ছে” - মোদি ।এই দেশ থেকে ভারতীয়রা যেই পরিমান রেমিট্যান্স দেশে পাঠায় আর ভারত যেসব সুবিধা ভোগ করে – তাঁর প্রাপ্য হিসেবে মোদির এই বক্তব্য , হা বন্ধুপ্রতীম দেশ !
হে দুঃখিনী বাংলাদেশ – তোমার মাটিতে চরে বেড়ানো কেউ পাকিস্তানের দালাল - কেউ ভারতের দালাল , তোমার কোন দালাল নেই , জোর গলায় প্রতিবাদের কেউ নেই , সীমান্তে একগুলির বদলে দুই গুলি চালানোর কেউ নেই , ট্রানজিটের বদলে টাকা চাওয়ার কেউ নেই , পানির নায্য দাবী আদায়ের কেউ নেই ...... উপরন্তু মোদির বক্তব্যের সপক্ষে একটা সমাবেশ দেখলেও আশ্চর্য হবোনা ......
কিউঁ কি আব কি বার – মোদি সারকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন