Download

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪

আযান ফুল: আযান শুনলেই আযানের আহবানে সাড়া দিয়ে ফোটে....সুবহানআল্লাহ!

। আযান শুনলেই আযানের আহবানে সাড়া দিয়ে ফোটে, আবার আযান শেষ হলেই বন্ধ হয়ে যায়।
https://www.youtube.com/watch?v=hX8dUXrhvUg&feature=youtu.be
আযারবাইযানের এই ফুল নিয়ে অনেক গবেষণা হয়েছে। আযানের মতো সুর করে অন্য কোনো কিছু গাওয়া হলে ফুল ফুটছে না। যতবার-ই আযানের শব্দ ওখানে পৌঁছাচ্ছে ততোবার ফুল ফুটছে। বিজ্ঞানসম্মত সকল গবেষনার পর ফল একটা-ই পাওয়া গেছে, "Sorry, we can't explain this mystery, only God knows". অবশেষে CNN ও BBC এটাকে নিয়ে ডকুমেনটারী করতে বাধ্য হয়েছে                                                             [সংগ্রহীত ] 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন