তিনি এমন একজন যিনি মাত্র ৫বছর স্কুলে লেখা-পড়া করেছেন! যিনি দারিদ্র্যতার
জন্য মাত্র ১৫বছর বয়সে ৪০টাকা বেতনের কেরানীর চাকরী নেন।কিন্তু তিনি লেখক হতে চেয়েছিলেন। বিশ্বাস করতেন একদিন তিনি বড় লেখক হবেন।
তাই হঠাত্ করে একদিন ভাবলেন-"যে আমি শেক্সপিয়ারকে পিছনে ফেলব,আরে সে কিনা এইসব লিখেসে??"
তাই হঠাত্ করে একদিন ভাবলেন-"যে আমি শেক্সপিয়ারকে পিছনে ফেলব,আরে সে কিনা এইসব লিখেসে??"
এমনটাভেবে পরের দিন ই চাকরি ছেড়ে দিলেন।বাধ্যতামূলকভাবে প্রতিদিন ১০পৃষ্ঠা করে লেখা শুরু করলেন।কোনদিন না পারলে পরের দিন ২০পৃষ্ঠা করে লিখতেন।লেখা-লেখি করে প্রথম ৯বছরে তার আয় ছিল মাত্র ৩০০টাকা!
কিন্তু সত্যিই আজ শেক্সপিয়ার নাম আসলে ইংরেজী সাহিত্যে তার সাথে জর্জ বার্নাডশর নামও চলে আসে।তার চাইতে বড় কথা হল তিনি সাহিত্যে নোবেল পুরষ্কারও পেয়েছিলো

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন