Download

বুধবার, ২১ মে, ২০১৪

এক জন হোসাইন শহীদ সোহরাওয়ার্দী !

কলকাতার এক মস্তবড় উকিলদানশীল হিসেবে অনেক নাম-ডাকসাহায্যের আশায় এক দরিদ্র্য হিন্দু কৃষক আসলো উকিলের কাছেএমন সময় এক মক্কেল এসে টেবিলে মামলার কাগজ পত্র ৫০০০টাকা রেখে চলে গেলউকিল সাহেব কাগজ দেখতে দেখতে কৃষককে তার কথা বলতে বললেন
কৃষকটি বললো,"স্যার আমি গরীব চাষী।আমার মেয়ের বিয়ে হচ্ছিল না।অনেক কষ্টে একটা বর ঠিক করেছিলাম।পণের টাকা যোগাঢ় না হওয়ায় বিয়েটা ভেঙ্গে যাচ্ছে।"
এমন সময় উকিলের এক বন্ধু আসলো যে অনেকদিন থেকে উকিলের কাছে টাকা পেত।আজ টেবিলের উপর টাকা দেখে সে পাওনা টাকা পাওয়া আশায় বসে রইলো।
উকিল সাহেব কারো সাথে কোন কথা বললেন না।একমনে মামলার কাগজ দেখতে লাগলেন

একসময় কৃষকটি উঠে দাড়াল।বলল,"স্যার দোয়া করবেন ,আসি,গরীবের কথা কেউ ভাবে না।"
উকিল সাহেব তাড়াতাড়ি বললেন,"আরে আপনি খালি হাতে চলে যাচ্ছেন কেন ? টেবিলের উপরের টাকাটি তো আপনার জন্য।আমার হাতে এখন কোন টাকা নেই।আরো মক্কেল আসলে আরো কিছু টাকা দিতে পারতাম।এই আশায় আপনাকে বসিয়ে রেখেছিলাম।"টাকা পেয়ে বৃদ্ধ কৃষক খুশিতে কেঁদে ফেললেন
গল্পটি বাস্তব।গল্পের উকিলটি ছিল অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী , হোসাইন শহীদ সোহরাওয়ার্দী !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন