Download

বুধবার, ২৮ মে, ২০১৪

শুভ জন্মদিন শেলি রাইড !!

শুভ জন্মদিন শেলি রাইড। 
শেলি রাইড ছিলেন প্রথম আমেরিকান মহিলা যিনি মহাকাশ ভ্রমন করেছেন। মৃদুভাষী এই পদার্থবিদ ২৯বছর আগে লিঙ্গ বৈষম্যের বেড়া ভেঙে মহাকাশে পাড়ি জমিয়েছিলেন। একবার নয়, দুবার তিনি পাড়ি দিয়েছিলেন মহাকাশে
প্রথম জীবনে তিনি একজন লাজুক ভিরু স্বভাবের ছিলেন। এমনকি তিনি ক্লাসরুমে কখনো প্রশ্ন করতেন না, কখনো হাত তুলে দাড়াতেন না। যথাসম্ভব নীরব চুপচাপ থাকতেন
কিন্তু তাঁর প্রথম মহাকাশ ভ্রমনের পর তিনি উপলব্ধি করতে পারেন, পৃথিবীতে কেবল জন্ম থেকে মৃত্যু এই সময়সীমার মধ্যে বেঁচে থাকার মধ্যে কোনও সার্থকতা নেই, মানুষকে এমন কিছু করে যেতে হবে যেন মৃত্যুর পরও মানুষ তাকে স্মরণ করে
২০০৬ সালের একাডেমী অফ এচিভমেন্ট , ওয়াশিংটন ডিসিতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, " আমি মানুষের মাঝে এমন ভাবে বেঁচে থাকতে চাই, আমি চাই মানুষ আমাকে এই ভেবে স্মরণ করুক যে, একজন মেয়ে তাঁর ইচ্ছা পূরণের পথে কখনো ভয় পায়ানি। তাঁর লক্ষ্যে পৌছুবার পথে বাঁধা অতিক্রম করার জন্য যে কোনও ঝুকি নিতে কখনো কার্পণ্য করেনি।"
মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা তাঁকে জাতীয় হিরো হিসেবে বর্ণনা করে বলেছেন, রাইড একজন শক্তিশালী রোল মডেল ছিলেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, রাইড মেয়েদের উদ্বুদ্ধ করেছিলেন প্রজন্মের পর প্রজন্ম। স্কুলে বিজ্ঞান এবং অঙ্কে বিশেষ নজর দিয়ে মেয়েরা যাতে মহাকাশে যেতে উৎসাহিত হয় তারজন্য লাগাতার প্রচার করেছেন তিনি


সাহসী এই নারী মহাকাশচারী ২০১২ সালে, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন