Download

বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

Vasili Alexandrovich Arkhipov !! এবং আপনি ধরেই নিতে পারেন এই লোকটা শুধু আমার আপনার আমার না ,আমাদের বাপ দাদা চোদ্দগুষ্টির জীবন বাচিয়েছিলেন!!

Vasili Alexandrovich Arkhipov !! এই নাম আগে শুনসেন ?? অথচ এই লোকের কাসে পুরো পৃথিবী কৃতজ্ঞ !!পুরো পৃথিবীকে রক্ষা করেছিলেন নিউক্লিয়ার যুদ্ধের থেকে,এবং সম্পুর্ন একা !!সুতরাং আপনি ধরেই নিতেই  পারেন এই লোকটা শুধু আপনার আমার না আমাদের বাপ দাদা চোদ্দগুষ্টির জীবন বাচিয়েছিলেন!!

Vasili Alexandrovich Arkhipov
সময়টা সিলো ২৭ অক্টোবর ১৯৬৭- সম্ভবত স্নায়ু যুদ্ধের সব থেকে মারাত্মক সময়, !কিউবার কাছাকাছি সমুদ্রসীমা টহল দিচ্ছিল সোভিয়েত নেভির সাবমেরিন B-59 কমান্ডেআছেনValentin Savitsky,সেকেন্ড ইন কমান্ড Vasili Alexandrovich Arkhipov
অস্ত্রঃ১০ টা টর্পেডো , কিন্তু সবাই সবাই যেটা জানত না সেটা হচ্চে টর্পেডো গুলোর মধ্যে একটা টর্পেডো ছিল ১০ কিলোটন নিউক্লিয়ার ওরহেড যুক্ত!!
সোভিয়েতএর পথে B 59
টহল দেয়ার সময় হঠাৎ করেই আমেরিকান নেভির সামনে পড়ে যায় তারা!! আমেরিকান নেভির একটা ডেস্ট্রয়ার ডেপথ চার্জ ফেলা শুরু করে!!
টানা দশদিন পানির নিচে থাকার পর অবস্থা মারাত্মক হয়ে উঠে সোভিয়েত সাবমেরিনার দের (তখন কার দিনে সাবমেরিন গুলোতে পানি, অক্সিজেন, এয়ার কন্ডিশনিং সিস্টেম এত উন্নত ছিল না)
এদিকে হেডকোয়াটারের সাথেও কোনো যোগাযোগ নেই। বাধ্য হয়ে সাবমেরিন B-59 এড় ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন তার বিশেষ টর্পেডো ফায়ার করার, ফায়ার করা হবে USS Randolf এর দিকে, বলুন তো এই Randlof জাহাজ টা কি.? হ্যা যা ভাবতেছেন তাই এয়ারক্রাফট ক্যারিয়ার USS RANDLOF  অঞ্চলে পুরো ফ্লীটের কমান্ডে ছিল এই এয়ারক্রাফট ক্যারিয়ার!!
USS RANDLOF
বিষয় টা একটু চিন্তা করলেই বোঝা যায় কেন নিউক্লিয়ার টর্পেডো লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন Savitsky
ধরুন আপনি স্নায়ু যোদ্ধের সময়ে নিউক্লিয়ার টর্পেডো বাহী একটা সাবমেরিন এর ক্যাপ্টেন, হেডকোয়াটারের সাথে যোগাযোগ নেই বেশকয়েক দিন, যে কোনো দিন "কিঊবান মিসাইল ক্রাইসিস "নিয়ে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন একজন আরেক জনের ঘাড়ে লাফিয়ে পড়তে পারে,শুরু হয়ে যেতে পারে ৩য় বিশ্বযোদ্ধ আর এদিকে আপনার সাবমেরিন এর উপর সকাল বিকাল তিন বেলা ডেপথ চার্জ ফেলছে আমেরিকান নেভি!!
কাজতেই ক্যাপ্টেন ধরে নিলেন নিউক্লিয়ার যোদ্ধ শুরু হয়ে গেসে /সুতরাং তিনি ভাবলেন অন্তত সোভিয়েত নেভির মান সম্মান রক্ষার্তে এয়ারক্রাফট ক্যারিয়ার টা ডুবিয়ে দিবেন তিনি (রাশিয়ান মিলিটারির লোকজন মাদার রাশিয়ার মানসম্মান নিয়ে ভয়াবহরকম সিরিয়াস!!

কিন্তু এখানে আসছে কাহিনির মুল টুইস্ট!! নিউক্লিয়ার টর্পেডো লঞ্চ করতে হলে সিনিয়র তিন জন অফিসারের অনুমতি লাগে!!
ক্যাপ্টেন Savitsky সহ অন্য একজন অফিসার সম্মতি দিলেও বাধ সাধলেন সেকেন্ড ইন কমান্ড Vasili Alexandrovich Arkhipov , উনি কিসুতেই হেডকোয়াটারের সাথে যোগাযোগ না করে

নিউক্লিয়ার টর্পেডো ছোড়ার অনুমতি দিবেন না !! বরং উনি সিদ্ধান্ত নিলেন সারফেস (পানির উপরে ঊঠে আসা) করার!! নিজের কোর্ট মার্শালের ঝুকি নিয়েও তিনি পুরো পৃথিবীকে বাচিয়ে ছিলেন ভয়াবহ নিউক্লিয়ার যোদ্ধের হাত থেকে।
কারন সেদিন আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবিয়ে দিলে ধরে নেয়া যায় আমেরিকা ফুল স্কেল আক্রমনে যেত সোভিয়েত ইউনিয়ন এর বিরোদ্ধে তার পর যা হওয়ার তাই হত সোভিয়েত আর আমেরিকা নিজেদের ৫৫০০০ নিউক্লিয়ার বোমার নিয়ে ঝাপিয়ে পড়ত নিজেদের উপর।
ফলাফল??!! জানার দরকার নেই!!
USS RANDLOF থেকে  যে সব ডেপথ চার্জ ফেলা হচ্ছিল সেগুলো ছিল ওয়ারনিং শট। পরবর্তীতে  সাবমেরিন কে সোভিয়েত ইউনিয়ন ফিরে যেতে বাধ্য করা হয়!! কারন আমেরিকা  সময় একটা সাবমেরিন আটকে রাখার মত রিস্ক নেয়ার সাহস পায়নি। নিউক্লিয়ার যুদ্ধের ভয় সবারই ছিল!! বেসে ফেরার পর , যখন হাই কমান্ড থেকে বলা হয়েছিল যে তারা সাবমেরিন এর সাথে ডুবে গেলেই ভাল করতেন,তার মানে বোঝাই যায় খুব একটা উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়নি তাদের। তবে বহু বছর পর যখন মুল কাহিনি জানাজানি হয় তখন সবাই এমন কি আমেরিকা পর্যন্ত স্বীকার করে যে এই লোকটার জনই সে দিন পুরো পৃথিবী রক্ষা পেয়েছিল!!!  
i salute this লিজেন্ড !

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন