Download

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

সেন্ড করা ইমেইল আবার ফিরিয়ে আনা/ আনডু/ ক্যানসেল করা যেত তবে কত ভাল হত’..’;.....করা যায়্ ,আপনি জানেন না ?

ধরুন আপনি , ‘সেন্ড’ বাটনে প্রেস করে ফেলেছেন, তাই ঐ মেইল আর আপনার নিয়ন্ত্রণে নেই। এখন আপনি নিশ্চয়ই মনে মনে বলবেন ‘যদি সেন্ড করা ইমেইল আবার ফিরিয়ে আনা/ আনডু/ ক্যানসেল করা যেত তবে কত ভাল হত
অনেকেই হয়ত জানেন না, জিমেইলে এই গুরুত্বপূর্ণ ফিচারটি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আপনি মেইল পাঠানোর পর ৩০ সেকেন্ড পর্যন্ত সেটি ‘আনডু’ করার সুযোগ পাবেন। এই সময়টুকুই অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য যথেষ্ট।
কিন্তু ফিচারটি ব্যবহার করতে চাইলে প্রথমেই আপনাকে সেটি চালু করে নিতে হবে। জিমেইলের স্ট্যান্ডার্ড ভিউ চালু থাকা অবস্থায় (কম্পিউটারে সরাসরি www.gmail.com ভিজিট করে) উপরের দিকে ডানপাশে একটি গিয়ার/ খাঁজ কাঁটা চাকার মত যে আইকনটি দেখবেন সেখানে ক্লিক করুন। এবার যে অপশনগুলো আসবে সেখান থেকে ‘সেটিংস’ বাছাই করুন। সেটিংসের মধ্যে উপরের লাইনে শেষের দিকে ‘ল্যাবস’ অপশন ভিজিট করুন। এখন যে পেজটি আসবে তাতে একটি তালিকায় অনেকগুলো ফিচার দেখতে পাবেন। মোটামুটি শেষের দিকে ‘আনডু সেন্ড’ নামের ফিচারের সামনে থাকা
‘এনাবল’ বাটনে ক্লিক করে পেজের নিচে থাকা ‘সেভ চেঞ্জেস’ অপশনে ক্লিক করুন।
ব্যাস, এখন থেকে আপনি ইমেইল পাঠানোর সময় সেটি আনডু করার অপশন পাবেন। ডিফল্টভাবে সেন্ড করার ১০ সেকেন্ড পর্যন্ত ইমেইলটি ফিরিয়ে আনার (ক্যানসেল বা আনডু করার) সুবিধা চালু হবে। কিন্তু আপনি চাইলে এই সেটিংস পেজ থেকে ক্যান্সেলেশন পিরিয়ড ৩০ সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।
এটি একটি জিমেইল ল্যাবস ফিচার, যা মূলত পরীক্ষামূলকভাবে চালু আছে। আপনার জিমেইল একাউন্টে এটি উপলভ্য হওয়ার কথা, কিন্তু ফিচারটি যেকোনো সময় বন্ধও হয়ে যেতে পারে।
{পোস্ট টি মৌলিক নয়,সংগ্রহিত }

Jules Verne এর রচনা সমগ্র

জুল ভার্ন এর নাম শুনে নাই এমন সাইন্স ফিকশন এর ভক্ত আসে কিনা সন্দেহ !!!!
Jules Verne এর রচনা সমগ্র নিয়ে এলাম আজকে !
নিচের ক্লিক করুন

http://www.mediafire.com/view/asb76tz8uzsdkdi/Joule_Vern_Somogro.pdf