Download

বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪

অপেক্ষার পালা ঘুচিয়ে ‘লিবারেশন ৭১’ এর মুক্তি !

 মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বিষয়বস্তু নিয়ে লিবারেশন ৭১নামে একটি কম্পিউটার গেমের বেটা সংস্করণ উদ্বোধন করা হয়েছে৷ মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া ১৬টি গুরুত্বপূর্ণ মিশন নিয়ে গেমটি সাজানো হয়েছে৷ফেসবুকে গেমের একটি পেজও খোলা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ‘‘এই গেমের মাধ্যমে দেশের শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দেয়া হবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস৷''
ফেসবুক পেজটিতে গিয়ে দেখা গেলো, অনেকে ইতিমধ্যে গেমটি খেলে ফেলেছেন এবং তাঁরা গেমটির উন্নয়নে কিছু পরামর্শও দিচ্ছেন৷ আগামী বিজয় দিবসে পূর্ণাঙ্গ গেমটি বাজারে আসার সময় সে সমস্যাগুলোর সমাধান করা হবে বলে ডেভেলপাররা জানিয়েছেন৷
লিবারেশন ৭১ এর ওয়েবসাইট থেকে বিনামূল্যে গেমটি ডাউনলোড করা যাচ্ছে৷
সাধারণত যে-কোনো গেম তৈরিতে অনেক টাকা খরচ করা হয়৷ কোনো কোনো গেমের জন্যতো মিলিয়ন ডলারও খরচ করার ঘটনা আছে৷ অথচ এই গেমের প্রতিষ্ঠাতাদের জন্য এমন কোনো সুযোগ ছিল না৷ ছিল না কোনো অর্থনৈতিক সহায়তাও৷ এমনকি এই গেম নিয়ে তাদের কোনো ব্যবসার পরিকল্পনাও নেই৷
স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে তবে এমন গেম তৈরি করা কেন? উত্তরটা হলো মুক্তিযুদ্ধের ইতিহাস৷ অবাক হচ্ছেন তো? গেমের মাধ্যমে আবার ইতিহাস কী? এটাই তো এই গেমের অসাধারণত্ব! এই খেলার মূল উদ্দেশ্য শিশু, কিশোর, তরুণদের ১৯৭১ সালের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া৷''
এমন একটা গেম তৈরি করায় ফেসবুকে নিজেদের অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে টিম ৭১ এর সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে৷ আরিফ আর হোসেন শুভেচ্ছা জানানোর পাশাপাশি জানিয়েছেন, নির্মাতাদের একজনের সঙ্গে তাঁর পরিচয় আছে৷ সেই সূত্রে তিনি জানেন, গেমটিতে যে ১৬টি মিশন আছে সেগুলো কোনো কাল্পনিক কাহিনি নয়৷ মুক্তিযুদ্ধের দলিল অনুসরণ করেই গেমটা তৈরি হয়েছে৷ ১৬টি মিশনের মধ্যে সাতজন বীরশ্রেষ্ঠের সাতটি মিশনও রয়েছে বলেও জানিয়েছেন আরিফ৷

বুধবার, ২৬ মার্চ, ২০১৪

হাতিরঝিল ড্রিম বিগিনস

হাতিরঝিল ড্রিম বিগিনস 
রাজধানীর হাতিরঝিলের নান্দনিক স্থাপত্য সৌন্দর্য নিয়ে ‘হাতিরঝিল ড্রিম বিগিনস’ কম্পিউটার গেম বাজারে ছাড়া হয়েছে, যা তৈরি করেছে ম্যাসিভ স্টার স্টুডিও।রেসিং ধাঁচের এ গেমটির দৃশ্যায়নে এসেছে হাতিরঝিল। গাড়ি, স্পিডবোট ও বিমান নিয়ে খেলা যাবে গেমটি। তিন ধরনের যান চালানো যাবে হাতিরঝিলের রাস্তায়, এর সড়ক এবং আকাশে।এতে রয়েছে মোট ৩১টি পর্ব।ম্যাসিভ স্টার স্টুডিওর প্রধান নির্বাহী মাহবুবুল আলম বলেন, ‘এখন বাংলাদেশ থেকে বাণিজ্যিকভাবে কম্পিউটার গেমস রপ্তানি করা সম্ভব হবে। প্রতিবছরই হাতিরঝিল ড্রিম বিগিনস গেমের নতুন সংস্করণ প্রকাশ করা হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নিয়ে “৭১” শিরোনামে আরও একটি গেম নির্মাণের কাজ শুরু করেছি।’ 
  আপাতত গেমটি খেলা যাবে কম্পিউটারে। মোবাইল ফোনে খেলার জন্য তৈরি হচ্ছে অ্যানড্রয়েড সংস্করণ। ২৭ মার্চ থেকে পাওয়া যাবে ঢাকার প্রযুক্তি বাজারে। প্রতি সিডির  দাম ১৫০ টাকা।


মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪

শোনেন শোনেন দেশোবাসী ,শোনেন দিয়া মন ! শতগুনের নিম এর কথা করিবো বর্নন !

নিম " এমন একটি উদ্ভিত যার কোনো কিসুই বাদ যায়  না ব্যবহার থেকে !ঔষধি গাছ হিসেবে নিম গাছের আসে গুনাগুণ। আসুন, নিম গাছের কিছু গুনের কথা জেনে নেই
-      মুখে ব্রণের সমস্যা থাকলে নিম পাতা বেঁটে ব্রণে লাগিয়ে দিন। জাদুর মতো কাজ হবে
-      ১০টি নিম পাতা ৫টি গোল মরিচ একসাথে সকালে খালি পেটে খেয়ে ফেলুন। ডায়াবেটিস দৌড়ে পালাবে
-      জন্ডিস হলে এক চামচ রসের সাথে একটু মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খান। পুরোপুরি নিরাময় হতে এক সপ্তাহ চালিয়ে যেতে হবে
তাহলে এবার নিম পাতা সংগ্রহে নেমে পড়ুন। রোগ- বালাই থাকুক নিরাপদ দূরত্বে
-      অ্যালার্জির সমস্যায় নিম পাতা ফুটিয়ে গোসল করুন। অ্যালার্জি যাবে ১০০ হাত দূরে। তাছাড়া কাঁচা হলুদ নিম পাতা একসাথে বেঁটে শরীরে লাগান। অ্যালার্জি কমবেই

-   নিম পাতা বিসানার তোষকএর নিচে রাখুন,সারপোকার জালাতন কমবে !

-      মাথায় খোস পাচড়া হলে নিম পাতা ফুটিয়ে সেই পাতা দিয়ে চুল ধুয়ে ফেলুন। উপকার পাবেন

-      চোখে ভাইরাসের আক্রমণ হলে কচি নিম পাতার ফোঁটা রস চোখে দিন। একটু জ্বালা-পোড়া হলেও দিনেই ভাইরাস থেকে মুক্তি পাবেন। ব্যবহার করতে হবে প্রতিদিন ১২ ঘন্টা পর পর
- তামাক পাতা ৫ টাকার আর সাথে নিম পাতা ১৫০-২০০gm নিয়ে সেদ্ধ করে টবের গাছ এ কীটনাশক  হিসাবে ব্যবহার করা যায় (১ লিটার পরিমান)
তাহলে আজি বাড়ির পাশে কিনবা বারান্দার কোনে লাগিয়ে দিন ১টি নিম গাছ।