Download

সোমবার, ২৩ জুন, ২০১৪

আর্জেন্টিনার চেয়েও বাংলাদেশে মেসি-ভক্ত বেশি!

আর্জেন্টিনার চেয়েও বাংলাদেশে মেসি-ভক্ত বেশি!

https://www.facebook.com/worldcup/map


বিশ্বকাপ উপলক্ষে ব্যবহারকারীদের পছন্দ এবং স্ট্যাটাস আপডেটের ভিত্তিতে ফেসবুক সাজিয়েছে ‘ট্রেন্ডিং ওয়ার্ল্ডকাপ’ শীর্ষক একটি লাইভ পেজ। ফুটবল তারকাদের ভক্ত-মানচিত্র (ফ্যান ম্যাপ) সূত্রে জানা যাচ্ছে, বিশ্বের প্রায় ৫ কোটি ৮০ লাখ ফেসবুক ব্যবহারকারীর প্রিয় খেলোয়াড় মেসি। এঁদের ১০.২ শতাংশ মানে প্রায় ৬০ লাখই বাংলাদেশি ! ৫৭ লাখ ভক্ত নিয়ে দুই নম্বরে আছে মেসির দেশ আর্জেন্টিনা। তার পরেই স্পেন? না, ৪৩ লাখ ভক্তের সুবাদে ইরান আছে ৩ নম্বরে ! যে ইরান কে ১-০ গোলে হারায় এই মেসি !!
এতেই প্রমান হয় ফুটবল বিশ্ব জনিন !!! এটা বিশ্বকাপ নয় ,বরং বিশ্বের কাপ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন